বাংলার প্রতিদিন ঃ
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ঈদে ফিরতি পথে লঞ্চগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে। ঢাকায় নেমে গণপরিবহন পেতেও ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ।
ঈদে ফিরতি পথে লঞ্চগুলোতে ছিল উপচে পড়া ভিড়। রোববার থেকে পুরোদোমে কর্মদিবস শুরু হওয়ায় যাত্রীচাপ ছিল স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি।
বরিশাল, ভোলা, পটুয়াখালী টার্মিনাল থেকে কয়েকগুণ যাত্রী নিয়ে ঢাকার পথে রওয়ানা দেয় লঞ্চগুলো।অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন কেউ কেউ।
সদরঘাট লঞ্চ টার্মিনালে শৃঙ্খলা বজায় রাখতে নিয়োজিত ছিল অতিরিক্ত নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরাও। ঢাকায় নেমেই গণপরিবহণ সংকটে পড়তে হয়।