অনলাইন ডেস্কঃ-
নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা কুমিল্লার এক মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানি শেষ হয়েছে।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ বিষয়ে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।
এর আগে গত ২৮ মে হাইকোর্ট নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি ও বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লায় করা আর একটি মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেন।
সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতি দুই মামলায় জামিন স্থগিত করে আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
এরপর গত ৩১ মে আপিল বিভাগ জামিন স্থগিতাদেশ বহাল রেখে ২৪ জুনের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে নির্দেশ দেন। পরে রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল করে।
সে ধারাবাহিকতায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে কুমিল্লায় করা মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি গতকাল শেষ হয়।
পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আগামী ২ জুলাই ওই মামলার জামিন বিষয়ে রায়ের দিন ধার্য করেন।
আর বিশেষ ক্ষমতা আইনে করা কুমিল্লার আর একটি মামলায় রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিলেন আদালত। সে ধারাবাহিকতায় আজ শুনানি অনুষ্ঠিত হলে আপিল বিভাগ এজ মামলার জামিন বিষয়ে রায়ের জন্য আগামিকাল দিন ধার্য করেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকেই খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন। তবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ১২ হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। পরে সে জামিন আপিল বিভাগ বহাল রাখেন।