মো. শরিফুল ইসলাম (চান্দিনা)কুমিল্লা :
চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এর উপলক্ষ্যে সোমবার (১৫ আগস্ট) সকালে চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ ও প্রশাসন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে উপজেলা চত্বর থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান হয়। এতে চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ্ উদ্দিন, নাজমা আক্তার চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন, চান্দিনা থানার অফিসার ইন চার্জ মো. মোস্তাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. রেজাউল করিম, মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আখতার হোসাইন প্রমুখ। এদিকে দুপুরে চান্দিনা উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। এসময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান দুলু মাস্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ.বি সিদ্দিক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া, উপজেলা যুবলীগ দপ্তর সম্পাদক আবদুল হান্নান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. জহিরুল ইসলাম মুন্সী, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী আখলাকুর রহমান.