রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সময় বাড়ল আরও ৬০ দিন স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রই সফল হবে না : তারেক রহমান নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত তালায় ফুলকুঁড়ি আসরের সূবর্ণ জয়ন্তী পালিত পাঁচবিবিতে কৃত্রিম সংকট ও সিন্ডিকেটে বাড়ছে বীজ আলুর দাম নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীতে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার বগুড়ায় আইন কর্মকর্তা নিয়োগ বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জন অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা

শান্তিপূর্ণ ভোটের প্রথম তিন ঘণ্টা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮
  • ১৪৭ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণ ভোটের প্রথম তিন ঘণ্টা

অনলাইন ডেস্কঃ- 

সব শঙ্কা উড়িয়ে দিয়ে উৎসবের আমেজে ভোট চলছে গাজীপুরে। ভোটকেন্দ্রগুলোতে বিরাজ করছে স্বস্তির পরিবেশ। গাজীপুরের ভোটার, স্থানীয় রাজনীতিক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা নেই। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কয়েকটি কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। নারী ভোটারদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ভোটের প্রথম তিন ঘণ্টায় দক্ষিণ সালনার ১৮, ১৯ ও ২৩ নম্বর ওয়ার্ডের ৯টি কেন্দ্র সরেজমিনে ঘুরে স্বস্তির ভোটের এ চিত্র দেখা যায়।

দক্ষিণ সালনার টেকন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার ডা. আনিছুর রহমান বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে।’

এ কেন্দ্রের বিএনপি প্রার্থীর এজেন্ট নজরুল ইসলাম বলেন, ‘তারা ভোটের আগে নানা শঙ্কায় ছিলেন। কিন্তু আজ সকালে নির্বিঘ্নে তারা কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। কোনো বাধা নেই। কোনো শঙ্কাও নেই।’

২০১৩ সালে গঠিত গাজীপুর সিটি করপোরেশনের আয়তন ৩২৯ বর্গকিলোমিটার। বর্তমানে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৬৯ হাজার ৯৩৫ ও নারী ভোটার পাঁচ লাখ ৬৭ হাজার ৮০১ জন। ওয়ার্ড সংখ্যা ৫৭টি। যার মধ্যে ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ড।

গত ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী গত ১৫ মে একসঙ্গে দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু গাজীপুর সিটি করপোরেশনের সীমানা নিয়ে সাভার ইউনিয়নের চেয়ারম্যান মো. সুরুজের এক মামলায় আদালত গাজীপুর সিটি নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন। পরে নির্বাচন কমিশনের আপিলের পরিপ্রেক্ষিতে সে বাধা কেটে যায়। ইসি ২৬ জুন নতুন করে গাজীপুরে নির্বাচনের তারিখ নির্ধারণ করে।

রিটার্নিং অফিসারের কার্যালয় জানায়, এবার ৪২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন আট হাজার ৭০৮ জন নির্বাচনী কর্মকর্তা। প্রতিটি কেন্দ্রে একজন করে মোট ৪২৫ জন প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451