বাংলার প্রতিদিনঃ
বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল আজিজ আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। আজ বুধবার সকাল সোয়া ১০টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল নতুন সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাশে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন সেনাপ্রধান।
এ সময় তাঁর সাথে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী, এসবিপি, ওএসপি, পিএসসি ও ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বিপি, এসপিপি, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।
এর আগে তিনি সকাল ১০টায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে আসেন। বেলা ১১টায় তিনি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।