মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে ঐতিহাসিক
সাঁওতাল বিদ্রোহ (সিধু, কানু) দিবস পালন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার বেলা ১১টায় বেসরকারি সংস্থা
পল্লীশ্রী’র উদ্যোগে,ওয়ার্ল্ড ভিশন ও পল্লীশ্রী’র সহযোগীতায়
উপজেলার বেতদিঘি ইউনিয়নের পুর্ব চকমথুরাপুর গ্রাম থেকে
স্থানীয় তরুন ক্রীয়া সংঘ যুবউন্নয়ন সমিতির সভাপতি বাবু রাম
চরেন এর নের্তৃতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে সিধু-
কানু স্মৃতিস্তম্ভে এক মিনিট নিরবতা পালন শেষে পুষ্প অর্পণ করা
হয়।
পরে উপজেলা এপেক্স বডির সাধারণ সম্পাদক সিমন সরেন এর
সভাপতিত্বে পুর্ব চকমথুরাপুর বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত আলোচনা
সভায় বক্তব্য রাখেন, তরুন ক্রীয়া সংঘ যুবউন্নয়ন সমিতির সভাপতি
বাবু রাম চরেন,আদীবাসী উন্নয়ন সমিতির সাধারান সম্পাদক সাঞ্জু
হাসদা,সিডিএস সদস্য শান্তি সরেন প্রমুখ।
এসময় পল্লীশ্রী’র মনিটরিং এন্ড এভিলেশন অফিসার তারিকুল
ইসলাম,সিনিয়র সিডিএস জান্নাতুন ফেরদৌসী মুক্তা,কৃষ্ণা রবী
দাস, জুয়েল রানা, বিফল চন্দ্র, রওশন আরা, রেজাউল ইসলামসহ এলাকার
বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নারী পুরুষ,উপস্থিত ছিলেন ।