শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা (পুকুরপাড় মসজিদ)
সংলগ্ন জনাব আলী টাওয়ারে জাপানি হোন্ডা মটরসাইকেল শো-রুমের
শুভ উদ্বোধন করা হয়। শনিবার দুপুর ১২টায় এ উদ্বোধনী অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়।
শো-রুম উদ্বোধন করেন হোন্ডা কোম্পানির ডিলার ডেভল্যাপমেন্ট
ম্যানেজার নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীর ইঞ্জিনিয়ার
অফহেড সাব্বিরুল হক, পার্টস ম্যানেজার তপন বাবু , মাওনা
চৌরাস্তা হাট-বাজার পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন,
সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শামীম, শ্রীপুর উপজেলা
শ্রমিকদলের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা সাংবাদিক
সমিতির সভাপতি যুগান্তরের সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ,
শ্রীপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোতাহার হোসেন খান,
বাংলাদেশ প্রতিদিনের মাহবুবুর রহমান, ভোরের দর্পণের এমদাদুল হক,
আমার বার্তার সাইফুল আলম সুমন, দৈনিক বর্তমানের আব্দুল্লাহ আল
মামুন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
ডেভল্যাপমেন্ট ম্যানেজার নাজমুল হক বলেন, বাংলাদেশে হোন্ডাই একমাত্র
প্রতিষ্ঠান যা সম্পূর্ণ জার্মানী প্রযুক্তিতে তৈরি। ইতিমধ্যে আমরা
বাংলাদেশের মার্কেট দখল করতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে নতুন নতুন
প্রযুক্তি নিয়ে হোন্ডা এগিয়ে যাবে বাংলাদেশে । সিয়াম হোন্ডার
ডিলার শরিফুল আলম মাসুম বলেন,দীর্ঘদিন ধরে তিনি মোটরসাইকেল
ব্যবসার সাথে জড়িত।গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার কথা
ভেবে তিনি ঢাকার অদূরে শিল্পাঞ্চল খ্যাত মাওনা চৌরাস্তায় শো-রুম
দিয়েছেন।তিনি সার্ভিসিংসহ সকল প্রকার গ্রাহক সেবা দেয়ার
প্রত্যয় ব্যক্ত করেন।