নিউজ ডেস্কঃ
রাজবাড়ীর সদর উপজেলায় নিজ বাড়িতে চুরির প্রতিবাদ করায় এক বৃদ্ধ নারীর চুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, শুক্রবার রাত ৩টার দিকে খানগঞ্জ ইউনিয়নের খানগঞ্জ গ্রামের আফেদা বেগমের বাড়িতে ৩-৪ জন ব্যক্তি চুরি করার জন্য ঘরে ঢুকে। এ সময় তিনি চোরদের দেখে চিৎকার করলে তার ছেলে হবি দেওয়ান বাইরে এসে সংঘবদ্ধ চোরদের দেখে ফেলে। পরে সকালে ওই পরিবার বিষয়টি স্থানীয়দের জানানোর পরেই
স্থানীয় সুজন, মিজান, বাবলু বিশ্বাস, সাব্বিরসহ ৮-৯ জনের সংঘবদ্ধ চোরচক্র আফেদা বেগমের বাড়িতে গিয়ে তাকে শারিরীকভাবে নির্যাতন করে চুল কেটে দেয়। এ সময় তার ছেলে হবি দেওয়ান এতে বাঁধা দিতে তাকেও মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
খানগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাহার হোসেন তকদির জানান, ঘটনাটি কী সেটা তিনি জানেন না। তবে কিছু সময় ধরে ফোনের মাধ্যমে এমন একটা ঘটনা হয়েছে বলে শুনেছি কিন্তু বিস্তারিত জানি না।
রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, ঘটনাটি শুনে ওসি (তদন্ত) মো. তায়াবীরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।