বাংলার প্রতিদিন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ অনলাইন সাংবাদিক সমিতি (বিওএসএস)।
সোমবার সন্ধ্যায় বিওএসএস’র মোহাম্মদপুরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
বিওএসএস এর সিনিয়র সহ-সভাপতি আ.ফ.ম মশিউর রহমানের উপস্থাপনায় এবং সভাপতি গাজী নুরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সাইফুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক মুনতাছির রায়হান, অর্থ সম্পাদক কাজী মো. শাহিনসহ বিওএসএস এর অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।