বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

‘ঈদে সড়কে নিহতের সংখ্যা ১৫২ জন, ৩৩৯ জন নয়’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৩৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ 

চলতি বছর ঈদুল ফিতরের আগে ও পরে সড়ক দুর্ঘটনায় ১৫২ জন নিহত হয়েছে; ৩৩৯ জন নয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দাবি ওই সময় ঘটা সড়ক দুর্ঘটনার সংখ্যা ১০৩টি। ঈদকে ঘিরে সড়ক দুর্ঘটনা নিয়ে গত শুক্রবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ওই সংবাদ সম্মেলনে বলা হয়, ঈদুল ফিতরে সারাদেশে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ৩৩৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক হাজার ২৬৫ জন।

ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই আজ রোববার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় সেতু মন্ত্রণালয়।

সড়ক ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবু নাসের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সড়ক দূর্ঘটনায় নিহতদের নিয়ে যাত্রী কল্যাণ সমিতির দেওয়া তথ্যের প্রতিবাদ জানিয়ে আরো বলা হয়েছে, ‘সম্প্রতি যাত্রী কল্যাণ সমিতি নামে একটি সংগঠন এক সংবাদ সম্মেলনে ঈদের আগে-পরে ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ৩৩৯ জন নিহত হয়েছে বলে উল্লেখ করে, যা সঠিক তথ্য  নয়। প্রকৃতপক্ষে বিআরটিএর জেলা পর্যায়ের বিভিন্ন অফিস, পুলিশ রেকর্ড এবং সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১২ জুন হতে ২৪ জুন পর্যন্ত দেশব্যাপী ১০৩টি সড়ক দুর্ঘটনায় ১৫২ জন নিহত এবং ৩৫৫ জন আহত হয়।’

সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যাত্রী কল্যাণের নামে নিবন্ধনহীন এ সংগঠন বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে আসছে। নানা পেশার সম্মানিত ব্যক্তিবর্গকে নিবন্ধনহীন এ সংগঠন কৌশলে  সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানান। সড়ক দুর্ঘটনাবিষয়ক তথ্যাদি উদ্দেশ্যমূলকভাবে বাড়িয়ে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে সংগঠনটি।’

সড়ক ও সেতু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘সম্প্রতি সড়ক দুর্ঘটনারোধে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত পাঁচদফা অনুশাসন বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সকল স্টেক-হোল্ডারদের নিয়ে কার্যক্রম জোরদার করতে যাচ্ছে। এ ছাড়া  এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২১ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনতে মন্ত্রণালয় সচেষ্ট। সড়ক-মহাসড়কের নির্মাণজনিত ত্রুটি দূর করার পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে জনসচেতনতার বিকল্প নেই। সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি অংশগ্রহণ আরো জোরদার করা জরুরি। এরই মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে দেশের সড়ক-মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ স্পটসমূহ ডিভাইডারসহ প্রশস্তকরণের কাজ প্রায় শেষ হতে চলেছে।’

সড়ক দুর্ঘটনা নিয়ে যাত্রী কল্যাণ সমিতির দেওয়া ‘ভুল তথ্যে’ জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

গত শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওই সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যাণ সংস্থা। সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার, সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

 

এন/টি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451