এস.এম. নুর আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের
চিরিরবন্দর উপজেলায় দক্ষিণ পলাশবাড়ী বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় এ
ঘটনাটি ঘটেছে। গত ৩০ শে জুন শনিবার রিয়াজুল, বাবুল গংদের ভিতরে
মারামারি ও দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটে। চিরিরবন্দর দক্ষিণ পলাশবাড়ী বোর্ড
এলাকায় সংবাদ সংগ্রহ করা কালে আমিনুল হক, রফিকুল ইসলাম, রিয়াজুল
ইসলাম সহ তাদের সঙ্গীয় দুবৃর্ত্তরা সংবাদ প্রকাশ না করার হুমকি প্রদান
করে অতর্কিতভাবে জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার
চিরিরবন্দর প্রতিনিধি সাংবাদিক শহিদুল্লাহ ও তার বড় ভাই করিমুল্লাহকে
মারপিট করে। সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন নগদ অর্থ ছিনিয়ে নেয়।
সাংবাদিক শহিদুল্লাহ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও তার বড়
ভাই করিমুল্লাহ এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে দিনাজপুর চিরিরবন্দর থানায় ৩০শে জুন
একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চিরিরবন্দর অফিসার ইনচার্জ হারেসুল
ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা
গ্রহণ করব বলে তিনি জানান।