গাইবান্ধা থেকে শেখ হুমায়ুন হক্কানী ঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে নিকাহ্ রেজিষ্টার না থাকায় বিবাহ রেজিষ্ট্রীর ক্ষেত্রে জনগনকে চরম দূর্ভোগ পোহাতে হ”েছ। ওই ইউনিয়নের নিকাহ্ ও রেজিষ্টার কাজী জাহাঙ্গীর আলম ২০১৪ সাল ও পরবর্তী সময়ে একাধিক মামলায় অভিযুক্ত আসামী হয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকায় সংশ্লিষ্ট এলাকার জনগন সমস্যার সম্মুখিন হয়েছে।
পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান কাজী জাহাঙ্গীর আলমের বির”দ্ধে নাশকতা , বিস্ফোরক দ্রব্য ও রাস্ট্রদ্রোহী মামলায় পলাশবাড়ি থানায় গ্রেফতারী পরোয়ানা জারীর ফলে তিনি ওই এলাকায় আর বসবাস করেন না। তাই এ ব্যাপারে আইন মন্ত্রনালয় সহ উর্ধতন কর্তৃপক্ষকে ওই এলাকায় একজন কাজী নিয়োগ করে বিবাহ রেজিষ্ট্রারের ক্ষেত্রে জনগনের দুর্ভোগ কমাতে আইনী ব্যব¯’া গ্রহন করতে এলাকাবাসীরা দাবি জানিয়েছেন।