আল মামুন জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে রাস্তা সংস্কারের দাবিতে রাস্তার উপর ধানের চারা রোপণ করে
প্রতিবাদ করেছে ওই এলাকার ভুক্তভোগী মানুষেরা। বৃহস্পতিবার সকালে
সদর উপজেলার গংগাদাসপুর নামক ওই এলাকার শিক্ষার্থী, কৃষক
দিনমুরসহ সকল স্থরের মানুষেরা এই প্রতিবাদে অংশ নেয়।
রাস্তাটির বেহাল দশার কারনে ওই এলাকার শতাধির শিক্ষার্থীরা শিক্ষা
প্রতিষ্ঠানে যেতে চরম দূর্ভোগ পোহাচ্ছেন। সেই সাথে এলাকাটির
কৃষি পন্য বেচা কিনা করতেও পোহাতে হচ্ছে তাদের চরম দূর্ভোগ।
স্থানীয় জন প্রতিনিধিদের কোন প্রকার সহযোগীতা না পাওয়ায় চরম
ক্ষোভ প্রকাশ করলেন ভোক্তভোগীরা।
গংগাদাসপুর গ্রামের ফারুখ হোসেন জানান, আমাদের গ্রামটি
ইউনিয়নের শেষ সীমানা হওয়ার কারনে এই রাস্তাটির বিষয়ে জন
প্রতিনিধিরা কোন প্রকার খোজ খবর নেয় না। ফলে আমাদের এই
রাস্তাটির কোন প্রকার উন্নয়ন হয় না।
একই সাথে ওই গ্রামের শাহারুল ইসলাম শাকিল, এটি এম একরামুল হক
ও মিজানুর রহমান নামে এক শিক্ষার্থী জানান, আমাদের এই রাস্তার
বেহাল দশার কারনে এই গ্রামের শিক্ষার্থীরা আমরা শিক্ষা প্রতিষ্ঠানে
যেতে চরম দূর্ভোগ পোহাতে হয়। আমরা চাই, আমাদের রাস্তাটি দ্রুত
সংস্কার করা হক।
তবে স্থানীয় ইউ,পি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত জানান,
গংগাদাসপুর রাস্তাটির বিষয়ে আমি অবগত হয়েছি । আর সেই সাথে
রাস্তাটির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।