স্পোর্টস ডেস্কঃ
ব্রাজিল কোচ তিতের বিশ্বকাপ দল নিয়ে বিশেষ এক কৌশল হলো অধিনায়ক পরিবর্তন করা। কোন এক খেলোয়াড়ের ওপর নেইমার-কৌতিনহোর কোচ অধিনায়কের চাপটা দিতে চান না। আর তাই বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে আবার অধিনায়ক পরিবর্তন করলেন ব্রাজিল কোচ। দায়িত্ব তুলে দিলেন মিরান্ডার কাঁধে। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে অধিনায়ক ছিলেন মিরান্ডা।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মার্সেলোকে দলের অধিনায়ক ঘোষণা করেন তিতে। ম্যাচে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এরপর সেন্ট পিটার্সবার্গে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হয় ব্রাজিল। ওই ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরেন থিয়াগো সিলভা। ব্রাজিল ম্যাচটি ২-০ গোলে জয় পায়।
সার্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে অধিনায়ক হন মিরান্ডা। তার নেতৃত্বে দল ২-০ গোলের জয় পায়। শেষ ষোলোর ম্যাচে আবার অধিনায়কের দায়িত্বে পরিবর্তন আসে। থিয়াগো সিলভাকে মেক্সিকোর বিপক্ষে অধিনায়ক করা হয়। পিএসজির অধিনায়ক সিলভার নেতৃত্বে দল ২-০ গোলে জিতে শেষ আটে ওঠে। তবে বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে যাওয়ার ম্যাচে ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড পড়বেন মিরান্ডা।
ব্রাজিল কোচ আসলে বলতে চান, দলের সব খেলোয়াড়ের নেতৃত্ব নেওয়ার সক্ষমতা রয়েছে। তাছাড়া দলে সবার ভূমিকা সমান- এ বার্তাও দিতে চান তিনি। সেকারণেই অধিনায়কের ব্যান্ড হাত বদল হচ্ছে প্রতি ম্যাচে।