অনলাইন ডেস্কঃ
খাবারের ক্যানের সহায়তায় ৮ বছর বয়সী এক শিশু হাঁটছে। এমন একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি ছিল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার এক শিশুর। ওই ছবি দেখে শিশুর পরিবারকে তুরস্কে ডেকে নেয় তুর্কি সরকার ও রেডক্রিসেন্ট। তুর্কি চিকিৎসক মেহমেত জাকি জুলজু শিশুটিকে কৃত্রিম পা লাগিয়ে দিয়েছেন বলে জানা গেছে।
সিরীয় ওই শিশুর নাম মায়া মেরহি। জন্ম থেকেই তার দুটি পা নেই।
ডাক্তাররা বলছেন, তিন মাসের মধ্যে সম্পূর্ণ স্বাভাবিকভাবে হাঁটতে পারবে সে। তার বাবার স্থির সংকল্পের কারণে কাজ আরো সহজ হয়ে গেছে।
চিকিৎসক মেহমেত জাকি বলেন, নকল পা লাগিয়ে মেরহির পক্ষে হাঁটা সম্ভব, এটা সাধারণত কেউ বিশ্বাস করত না।
জানা গেছে, বিশেষভাবে তৈরি কৃত্রিম পা দেয়া হয়েছে মেরহিকে। এখন ছোট ছোট পা ফেলে হাঁটছে সে।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স