সোহেল রানা,(হিলি)দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলি
সীমান্তে একটি জয়পুরহাটগামী বাসে বুধবার(১৭ আগষ্ট) রাত ১০টায় বিজিবি
সদস্যরা এক অভিযান চালিয়ে একটি নাইন এমএম পিস্তল,২টি ম্যাগাজিন বইসহ,৮টি
গুলি উদ্ধার করে।হাকিমপুর উপজেলায় বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি
কমান্ডার মো:রফিকুল ইসলাম জানান,বুধবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে
হিলি থেকে ছেড়ে যাওয়া জয়পুরহাটগামী একটি বাসে অস্ত্র ও গুলি আছে।এমন
তথ্যমতে বিজিবি সদস্যরা জয়পুরহাট জেলার পাচঁবিবি উপজেলার আটাপাড়া
রেলগেটের সামনে অবস্থান নেন।এসময় ওখানে বাসটি আটক করে তল্লাসি চালালে ওই
সব অস্ত্র উদ্ধার করা হয়।জয়পুরহাট-৩ বিজিবি এর অধিনায়ক মো:আশরাফ আলী এক
সংবাদ বিঙ্গপ্তি
এই তথ্যের সতত্যা নিশ্চিত করেন ।