বাংলার প্রতিদিন অনলাইন ঃ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামীকাল সোমবার ঢাকাসহ সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বিএনপি।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, রাজধানীতে ওই কর্মসূচি পালনের জন্য ‘মৌখিকভাবে অনুমতি’ দিয়েছে পুলিশ।
ঢাকায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহানগর নাট্যমঞ্চে প্রতীকী কর্মসূচি পালন করবে বিএনপি।
রিজভী বলেন, ‘অনশন কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া ২০ দলীয় জোটের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদেরও সংহতি প্রকাশের কথা আছে আগামীকালের অনশনে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, জাসাসের সভাপতি মামুন আহমেদ, বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।