মো: জাহিদ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরে বিদেশী পিস্তল ও গুলি রাখার দায়ে আব্দুল মজিদ শাহ্ধসঢ়; (২৮)
নামে এক তরুণের ১৭ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার
বিকেলে নাটোরের যুগ্ম দায়রা জজ (প্রথম) মো. নুরুজ্জামান
সরকার এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আব্দুল মজিদ সাহ শহরের
কান্দিভিটুয়া মহল্লার মতি সাহার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ নভেম্বর গোপন সংবাদের
ভিত্তিতে শহরের কান্দিভিটুয়া বটতলা এলাকায় অভিযান চালায়
পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আব্দুল
মজিদকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
দায়ের করা হয়। সদর থানার তৎকালিন উপ-পরিদর্শক সৈকত হাসান
মামলাটি তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণে দোষী
সাব্যস্ত হওয়ায় আদালত তাকে এই দন্ডাদেশ দেন। রায় ঘোষণার সময়
আব্দুল মজিদ আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে কারাগারে
পাঠানো হয়।