বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় ভেসে উঠলে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুজন হলেন ওসমান ও ইমন। লঞ্চের সঙ্গে ট্রলারের ধাক্কার ঘটনার পর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, গত রোববার রাত ৯টায় নোঙর করা একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে যাত্রীবাহী ট্রলারের ছাদ থেকে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও তিন যাত্রী নিখোঁজ ছিলেন। বিষয়টি গতকাল সোমবার জানাজানি হলে ডুবুরি দিয়ে তল্লাশি করেও কাউকে পাওয়া যায়নি। এর মধ্যে আজ সকালে ওসমান ও ইমনের লাশ নদীতে ভেসে ওঠে। এ ছাড়া এ ঘটনায় দীন ইসলাম নামের আরেকজন নিখোঁজ রয়েছেন।