শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

বড়াইগ্রামে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে মাদক বিক্রেতা নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ জুলাই, ২০১৮
  • ২২৫ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওসমান গণি (৩৫) নামের এক মাদক
বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই র‌্যাব সদস্য। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার
দিকে উপজেলার বাহিমালি এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। নিহত ওসমান উপজেলার গুড়–মশৈইল গ্রামের মৃত
মনসুর আলী মুন্সীর ছেলে। আহতরা হলেন- সহকারী উপ-পরিদর্শক মনজুর আহমেদ ও কনস্টেবল এনামুল হক।
র‍্যাব-৫, নাটোর ক্যাম্প কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা এতথ্য নিশ্চিত করে জানান, র‌্যাব-৫,
রাজশাহীর, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি টহল দল ডিউটি পালনকালে মঙ্গলবার রাত আনুমানিক
১২ টার দিকে উপজেলার বাহিমালী মোড় হতে ভাটোপাড়া গ্রামে যাওয়ার একশত গজ উত্তরে কাঁচা
রাস্তার উপর টর্চের আলো এবং কিছু লোকের আনাগোনা দেখতে পান। এসময় তাদের গতিবিধি
সন্দেহজনক মনে হলে র‌্যাবের টহল দল ওই স্থানের দিকে অগ্রসর হতে থাকে। এক পর্যায়ে র‌্যাবের উপস্থিতি
টের পেয়ে কিছু লোক দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদেরকে আত্মমর্পনের নির্দেশ দিলে তারা টহল
দলকে লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। এসময় টহল দল সরকারী সম্পদ ও নিজেদের জানমাল রক্ষার্থে
পাল্টা গুলি বর্ষণ করে। এসময় উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৫ মিনিট গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে
অজ্ঞাতনামা এক জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং দলের অপর ৩/৪ জন সদস্য পালিয়ে যান।
আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। আর র‌্যাবের আহত দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা
হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ৭ দশমিক ৬২ বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ভর্তি
একটি ম্যাগাজিন, পিস্তলের গুলির একটি খালি খোসা, সাদা পলিথিনের প্যাকেটে রক্ষিত বাদামী
রংয়ের সর্বমোট ৪১০ গ্রাম হিরোইন, নগদ এক হাজার চারশত দশ টাকা, একটি চার্জার লাইট,
দুইটি গ্যাস লাইট, একটি মোবাইল ফোন, দুইটি ডার্বি সিগারেটের প্যাকেট এবং বিভিন্ন
কালারের সাতটি স্যান্ডেল উদ্ধার করা হয়।
পরে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস নিহত ব্যাক্তির নাম মোঃ ওসমান
আলী (৩৫)। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গুড়–মশৈইল গ্রামের মৃত মুনসুর আলী
মুন্সীর ছেলে বলে নিশ্চিত করেন। আরো জানান, তার বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় মাদক ও
চাঁদাবাজি সহ অন্তত ৫ টি মামলা রয়েছে। জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবেও তার
পরিচিতি রয়েছে।
র‍্যাব কর্মকর্তা আরো জানান, ধারনা করা হচ্ছে নিহত ওসমান গণি ও পলাতক ব্যাক্তিরা মাদকদ্রব্য ক্রয়
বিক্রয়ের জন্য উক্ত নির্জন স্থানে অবস্থান করছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451