শ্রীনগর (মুন্সিগঞ্জ) সংবাদদাতা ঃ শ্রীনগর উপজেলার খালে ভাস মান বেদে পল্লী হারিয়ে যাচ্ছে।
উপজেলার বেইলি ব্রীজের উপর উঠতেই খাল, খালটিতে বেদে পল্লী বস-বাস। বেদে মেয়েদের নানা নতুন
সাঁজে দেখা যায়, যেমন চুলে রঙিন কাপরের ফিতার ফুল, কানে দুল,নাকে নোলক, হাতে নানা রংয়ের
কাচেঁর চুরি, কোমরে বিছা, পরনে জরির পাইর কাপর। এক হাতে একটি ছোট সিলবারের কৌটা। একজন
দু’হাত প্রসারিত করে সামনে এসে দাড়াতো আর বলতো, ১০ টা টাকা দাও। এখন আর দেখা যায় না। এক
সময় ভদ্র লোকের পেছন দিক থেকে জামা টেনে ধরতো। সরেজমিনে জানা-যায়, এক সময় ঘুরে ঘুরে
গ্রামের বিভিন্ন বাড়িতে দাতের পোঁকা খসানো, কোমরের ব্যথা উপশম, সাপের খেলা, ও ঝারফুক মানুষ
এখন আর বিশ্বাস করেনা। যার ফলে তারা এখন অন্ন পেশা বেছে নিতে হয়েছে। তাদের ছেলে মেয়েদেরকে
সমাজে কোন কাজ দেওয়া হয়না। এমনকি স্কুল, কলেজে তাদের পরাশুনা করানো যায়না। তারা ভাসমান
অবস্থায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। শ্রীনগর দেউলভোগ বেইলি ব্রীজের নিচে খালে ও সড়কে অনেক
বেদে সম্প্রদায়ের লোক বসবাস করছে। এছারা ঢাকা-মাওয়া সড়কের নিমতলা থেকে কুচিয়া মোরা পর্যন্ত
সড়কের পার ধরে একাধিক বেদে ছাপরা ঘর দেখা যায়।