কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম সড়কের ফুলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ডুলহাজার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, পোনাবাহী একটি মাইক্রোবাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। আর স্টার লাইন পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছিল।
পথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।