বাংলার প্রতিদিন ডেস্কঃ
বাগেরহাটের মোংলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক প্রকৌশলী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিন প্রকৌশলী।
আজ বৃহস্পতিবার ভোররাতে মোংলা-খুলনা মহাসড়কের গুনাই সেতুসংলগ্ন ভ্যাকটমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলীর নাম মো. মোকাররম হোসেন (৩৫)। প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতদের সবার বাড়ি ফরিদপুরে।
বুয়েটের এই চার প্রকৌশলী ভোরে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেলাবুনিয়া এলাকায় নির্মাণাধীন একটি স্কুল কাম সাইক্লোন শেল্টারের কাজ তদারকির জন্য যাচ্ছিলেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।
রামপাল থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার মণ্ডল ও মো. মিজানুর রহমান শেখ জানান, ১০ চাকাবিশিষ্ট ট্রাকটি খুলনার দিকে যাচ্ছিল। আর প্রাইভেটকারটি চার প্রকৌশলীকে নিয়ে মোংলার দিকে যাচ্ছিল। পথে দুটি যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাটাখালী হাইওয়ে পুলিশের এসআই মো. আফজাল হোসেন জানান, নিহত মোকাররমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।