হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ইন্টিগ্রেটেড
কমিউনিটি ডেভলপমেন্ট প্রজেক্ট(আইসিডিপি-২)
প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই
অবহিতকরণ সভার আয়োজন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল
বাংলাদেশের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট
অর্গানাইজেশন (ইএসডিও)।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)
নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অবহিতকরণ সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা
পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ভাইস
চেয়ারম্যান সেলিম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র
প্রকল্প ব্যবস্থাপক ডাঃ হৃষিকেশ সরকার এবং ইএসডিও এর
উপদেষ্টা আবু আযম নূর, ইএসডিওএর প্রকল্প সমন্বয়কারী
আব্দুল মান্নান প্রমুখ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারী
কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ,
কিশোর-কিশোরী, নারী- পুরুষ, গনমাধ্যম প্রতিনিধি
এবং বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত, ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভলপমেন্ট
প্রজেক্ট (আইসিডিপি-২) প্রকল্পটি হাতীবান্ধা
উপজেলার সিন্দূর্ণা ইউনিয়নের চর বেষ্টিত ০৩টি
ওয়ার্ড যথাক্রমে ১, ২, ৩ এ বাস্তবায়িত হবে এবং ২০২০
সাল পর্যন্ত এটির কার্যক্রম চলমান থাকবে। প্রকল্পের লক্ষিত
জনগোষ্ঠি হলো অতি দরিদ্র শ্রেণীর অথবা অতি
ঝুঁকিগ্রস্থ ৩৬০০ বালক-বালিকা, নারী ও পুরুষ।
প্রকল্পটি চর এলাকার জনগনের মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন,
শিশু বিবাহ বন্দ, দুর্যোগ সহনশীল সমাজ গঠন,
বিদ্যালয়ের পরিবেশের উন্নত করন, বালিকাদের ক্ষমতায়নের
জন্য জীবন দক্ষতা প্রশিক্ষণ প্রদান ইত্যাদি বিষয়গুলি নিয়ে
কাজ করবে।