অনলাইন ডেস্কঃ
যশোরের চৌগাছা উপজেলার কয়েরপাড়া থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে চৌগাছা থানার পুলিশ যশোর-চৌগাছা সড়কের কয়েরপাড়া ব্রিজের ওপর থেকে লাশটি উদ্ধার করে।
নিহতের নাম রতন হোসেন (২৬) বলে তাঁর স্বজনরা জানিয়েছেন। তিনি চৌগাছা সদর উপজেলার দীঘলসিংহা গ্রামের বাসিন্দা।
লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, লাশের মাথায় গুলি বিদ্ধ হয়েছে। তবে লাশ উদ্ধারের ব্যাপারে চৌগাছা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।