শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
মোবাইল কেড়ে নেওয়ায় নূপুর (১৫) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দয়ি
আত্মহত্যা করেছে। ১৩ এপ্রিল শুক্রবার রাত একটার দিকে গাজীপুরের শ্রীপুর
উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার উত্তরপাড়া লহাই বাজার এলাকায় এঘটনা
ঘটে। নিহত স্কুল ছাত্রী তেলিহাটি উচ্চ বদ্যিালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী।
ছাত্রীর পিতা মমতাজ উদ্দিন জানান,বৃহস্পতিবার রাতে আমি এক আত্মীয়র
বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়ে ছিলাম,আমার স্ত্রী রাত ১২টার দিকে আমার
মোবাইলে ফোন করে বলে তারাতারি বাড়িতে আসতে,আমি বাড়িতে এসে
দেখি ঘরের আড়ার সাথে নূপুর গলায় উরনা পেচিয়ে আত্মহত্যা করেছে,আমার
মেয়ে ভালো ছাত্রী ছিল,সামনে পরিক্ষা,মোবাইল থাকলে পড়া লেখা কম হয়। এই
করেন নূপুরের মা মোবাইল নিয়ে গিয়েছে, মোবাইল নিয়ে যাওয়ার কারনে
অভিমান করে আত্ম হত্যা করেছে।
তেলিহাটি ইউনিয়নের ১নং ওর্য়াডের তারেক হাসান বাচ্চু মেম্বার বলেন,রাত
৩টার দিকে আমাকে খবর দিলে আমি মমতাজের বাড়িতে এসে জানতে পাড়ি
নূপুরের মোবাইল নিয়ে যাওয়ার কারনে তার মা বাবার সাথে অভিমান করে আত্ম
হত্যা করেছে। পরে থানায় খবর দিলে রাত পৌনে চারটার দিকে শ্রীপুর থানার
এস.আই সাকীব নাজমুল আসেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাকীব নাজমুল জানান, নূপুর (১৫)
নামে দশম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রী ঘরের আড়ার সাথে গলায় উরনা দেিয়
আত্ম হত্যা করে। মোবাইল নেওয়ার কারনে অভিমান আত্ম হত্যা করে বলে তার
পরবিার সূত্রে জানা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে
ময়না তদন্ত ছাড়াই দেওয়া হয়।