নুর আলম, চিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর
উপজেলায় কারেন্ট হাট নামক স্থানে আমির আলী আতœীয় বাড়িতে দাওয়াত খেতে
যাওয়ায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দিন-দুপুরে চোরেরা স্বর্ণালঙ্কারসহ
মূল্যবান আসবাবপত্র নিয়ে চম্পট দিয়েছে। এ চুরির ঘটনাটি গত ১২ই জুলাই
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুুকুর ইউনিয়নের
কারেন্টহাট গ্রামে ঘটেছে।
গৃহকর্তা মো. আমির আলী জানান, আতœীয় বাড়িতে দাওয়াত খেতে যাওয়ায়
বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা বাড়ির দরজার তালাভেঙ্গে ভিতরে প্রবেশ
করে নগদ টাকাসহ আনুমানিক ২ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান আসবাবপত্র নিয়ে
চম্পট দেয়। চোরেরা আনুমানিক ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম জানান, এ ঘটনায়
অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।