বেনাপোল প্রতিনিধি :
বেনাপোলের খলসি বাজার থেকে শনিবার বিকেলে ৫০ হাজার মার্কিন
ডলার সহ আক্তারুল ইসলাম (৩০) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক
করেছে বিজিবি। আটক আক্তারুল পুটখালী গ্রামের ইউসুফ আলীর
ছেলে।
২১ বিজিবির ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর সৈয়দ সোহেল
আহম্মদ জানান, পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমান মার্কিন ডলার
পাচার হয়ে খলশি বাজারে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুটখালী
বিজিবি ক্যাম্পের সদস্যরা খলসি বাজারে অভিজান চালিয়ৈ আক্তারুল
নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করে। তার শরীর তল্লাশী করে ৫০ হাজার
মার্কিন ডলার জব্দ করা হয়।
জব্দকৃত মার্কিন ডলার ও আসামি বেনাপোল পোর্ট থানায় সোপর্দ
করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মুদ্রা পাচার আইনে
একটি মামলা হয়েছে। ।