মোঃ ফরহাদ হোসেন স্টাফ রিপোর্টার ঃ
কারখানার ভিতরে ম্যানিবাগ চুরি হয়েছে এমন অভিযোগে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এসময় অন্তত ৫ জন শ্রমিক আহত হয়েছে। এঘটনায় কারখানার নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের লক্ষ করে ছয় রাউন্ড গুলি ছুরেছে বলে অভিযোগ করেন শ্রমিকরা। এঘটনায় শ্রমিকরা ওই কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর করেছে।
রবিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ আর জিন্স প্রডিউসার লিমিটেড কারখানায় এঘটনা ঘটে। এদিকে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাকায় আজকের জন্য কারখানাটি ছুটি ঘোষনা করেছে মালিকপক্ষ।
শ্রমিকরা জানায় গেল বুধবার ছয়তলা ভবনের চতুর্থ তলা ফ্লোরের সুইং সুপার ভাইজার শিমুল বাথরুমে যান এসময় তার একটি ম্যানিবাগ বাথরুম থেকে চুরি হয় বলে অভিযোগ করেন শিমুল। ম্যানিবাগটি একই ফ্লোরের অপারেটর সেন্টু চুরি করেন বলে অভিযোগ করেন তিনি। পরে ম্যানিবাগ চুরি করেছে সেন্টু এমন অভিযোগে ওই অপারেটরকে কারখানার বাহিরে ওই সুপারভাইজার মারধর করেন। পরে অন্য শ্রমিকরা গেল বৃহস্পতিবার ওই দুই জনের বিচারের দাবিতে কারখানার ভিতরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে। এসময় সংঘর্ষের আশঙ্কাকায় মালিকপক্ষ বৃহস্পতিবার কারখানা ছুটি ঘোষনা করেন। পরে গতকাল শনিবার মালিকপক্ষ কোন সমাধান না দিতে পারলে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে। পরে আজ রবিবার সকালে কারখানার সামনে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে এসময় অন্তত ৫ জন শ্রমিক আহত হয়। পরে অন্য শ্রমিকরা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এদিকে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় আজকের জন্য মালিকপক্ষ কারখানাটি ছুটি ঘোষনা করেন।
এবিষয়ে কারখানার এইচ আর এন্ড কমপ্লেয়েস ম্যানেজার র্যাক লিটন বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।