স্পোর্টস ডেস্কঃ আর আধা ঘণ্টা। দীর্ঘ এক মাসের লড়াইয়ের পর শেষ হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ। মাসব্যাপী ৩২টি দলের প্রতিযোগিতার ফাইনাল মঞ্চে আজ বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে শিরোপা জয়ের চূড়ান্ত এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। তার আগে সাড়ে ৮টায় হবে মনোমুগ্ধকর সমাপনী অনুষ্ঠান।সমাপনী অনুষ্ঠান এবং ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করা হবে সনি টেন ২, সনি টেন এইচডি, সনি টেন ৩, সনি ইএসপিএন, মাছরাঙা, নাগরিক টিভি ও বিটিভিতে।
এদিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে উভয় দলই সেমিফাইনালের একাদশ ঠিক রেখেছে। কোন প্রকার পরিবর্তন ছাড়াই মুখোমুখি হবে দল দুটি। আজকের ম্যাচে ফ্রান্সের সম্ভাব্য ফর্মেশন হতে পারে ৪-২-৩-১ আর ক্রোয়াটদের সম্ভাব্য ফর্মেশন হতে পারে ৪-৩-২-১।এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। ফ্রান্স জিতেছে তিনটি (১৯৯৮, ১৯৯৯, ২০০০) এবং বাকি দুই ম্যাচ ড্র হয়েছে (২০০৪, ২০১১)।১৯৯৮ সালে স্বাধীন দেশ হিসেবে প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই সেমিফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। শেষ চারে ফ্রান্সের কাছে হেরে থেমে গিয়েছিল তাদের স্বপ্নযাত্রা, ফ্রান্স জিতেছিল প্রথম শিরোপা। ২০ বছর পর এবার ফাইনালে মুখোমুখি দুই দল। ফ্রান্স দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে পারবে? নাকি ক্রোয়েশিয়া জিতবে প্রথম শিরোপা? অপেক্ষা করতে হবে রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত। ফ্রান্স
লরিস(গোলরক্ষক), পাভার্ড, ভারানে, উমতিতি, হারমেন্ডেজ, পল পগবা, কান্তে, মাতুইদি, আঁতোয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে।ক্রোয়েশিয়া
সুবাসিস(গোলরক্ষক), ভ্রাসালিকো, স্ট্রিনিস, লভরেন, ভিদা, রাকিতিস, মদ্রিচ, ব্রোজোভিচ, পেরিসিচ, মানজুকিচ, রেবিস।