বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ
রাজধানীর রূপনগর বেরিবাঁধ এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- লেগুনা চালক হান্নান হাওলাদার (২২) ও শিশু তাওহীদ (১০)। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ-আলম জানান, সকালে ঢাকা থেকে পোশাক শ্রমিকদের বহনকারী মায়ের দোয়া পরিবহনের একটি বাস (চট্টগ্রাম-জ-১৬০৩) সাভার যাচ্ছিলো। এসময় বেড়িবাঁধের গোড়ান চট এলাকায় পৌছালে, বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার (ঢাকা মেট্রো-ছ-১১-০৫১৮) সঙ্গে সংঘর্ষ হয়।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।