অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘ভোল্ট থেকে গয়না গায়েব হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। যেটা হয়েছে সেটা ক্লারিক্যাল এরর।’
আজ বুধবার গাজীপুরের টঙ্গীতে সড়ক ও জনপথের উপবিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। ঈদুল আযহা উপলক্ষে যানজট নিরসনে করণীয় নির্ধারণ বিষয়ে ওই সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দল যেকোনো বিষয়কেই ইস্যু হিসেবে পাওয়ার জন্য খুবই ক্রেজি হয়ে গেছে। উন্মত্ত হয়ে গেছে। একটা কিছু পেলেই, কে কী বলল এর সত্যতা কতটুকু, তথ্য প্রমাণ কতটুকু, সেটা না জেনে হুট করে মন্তব্য করল যে, বাংলাদেশ ব্যাংকের ভোল্ট থেকে গয়না লুট হয়ে গেছে। সোনা লুট হয়ে গেছে।’
রাজশাহীতে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন,‘বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার আগেই হেরে যাচ্ছে। ইলেকশন এখনো হয়নি। ভোট হওয়ার আগেই তারা ভোটে হেরে যাচ্ছে। যেখানে জেতার ব্যাপারে আমরা আশাবাদী, সেখানে ককটেলের মতো একটা বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে যাব কেন? এটা তারাই করতে পারে, যাদের হেরে যাওয়ার আশঙ্কা আছে।’
ঈদুল আজহার ১০ দিন আগে থেকে বিআরটি প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন সেতুমন্ত্রী।
সভায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো.জাহাঙ্গীর আলম, হাইওয়ে রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আতিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া টাঙ্গাইল, সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক জনপথ বিভাগের কর্মকর্তা, সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমিতির কর্মকর্তারা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।