ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির কাঁঠালিয়া-আমুয়া-বামনা-পাথরঘাটা সড়কের কাঠালিয়ার বাঁশবুবনিয়া ক্লাব নামক ¯’ানে পাথরঘাটা থেকে ছেড়ে আসা ডাব (নারিকেল) ভর্তি একটি ট্রাক (খুলনা মেট্রো ট-১১-০৮১১) শনিবার যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে ট্রাকের হেলপার আহত হয়েছে। কয়েক হাজার ডাব পানিতে ডুবে যাওয়ায় ডাব ব্যবসায়ী দিশেহারা হয়ে পরেছে। ট্রাকটিকে শনিবার দুপুরে ক্রেন দিয়ে উদ্ধার করা হয়েছে।