রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সময় বাড়ল আরও ৬০ দিন স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রই সফল হবে না : তারেক রহমান নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত তালায় ফুলকুঁড়ি আসরের সূবর্ণ জয়ন্তী পালিত পাঁচবিবিতে কৃত্রিম সংকট ও সিন্ডিকেটে বাড়ছে বীজ আলুর দাম নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীতে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার বগুড়ায় আইন কর্মকর্তা নিয়োগ বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জন অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা

‘যথাযথ মান বজায় রেখে দেখা হয়েছে উত্তরপত্র’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ২৮৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘যথাযথ মান বজায় রেখে পরীক্ষার উত্তরপত্র দেখা হয়েছে। এ ছাড়া এবার পরীক্ষার পরিবেশ ছিল সম্পূর্ণ নকলমুক্ত ও পরিচ্ছন্ন। এ কারণেই পাসের হার কিছুটা কম হয়েছে। তবে পাসের হার কম হলেও শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ছাত্র-ছাত্রীরা এখন অনেক বেশি পড়ালেখা করছে। তাদের পড়া লেখার ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে। বিজ্ঞানের ব্যাপারে ছাত্রছাত্রীরা এখন বেশ মনোযোগী।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ৫৫১ জন পরীক্ষার্থী বেশি ছিল। ১০ হাজার ৮৫৮ জন বেশি পাস করেছে। এতেই প্রমাণ করে শিক্ষার্থীরা এখন বিজ্ঞান নিয়ে পড়তে বেশি আগ্রহী হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগের পাসের হার অনেক বেশি ছিল। তখন আপনারাই (সাংবাদিকরা ও অভিভাবকরা) বলতেন আমরা (সরকার) পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দিতে বলেছি। এ কারণেই পাসের হার বেশি! এখন আবার পাসের হার কম। আপনারাই প্রশ্ন করছেন পাসের হার কম কেন? আমরা এখন করবটা কী? পাসের হার কম হলেও আমাদের দোষ। বাড়লেও আমাদেরই দোষ। আমরা আসলে কখনোই কাউকে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে বলিনি। আমরা বরাবরই শিক্ষার গুণগত মান বৃদ্ধি নিয়ে কাজ করছি।’

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফল তুলে দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বছর মোট পাস করেছে আট লাখ ৫৮ হাজার ১০১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ ভাগ। সেবার পাস করেছিল আট লাখ এক হাজার ৭১১ জন। এ বছর পাসের হার কমেছে ২ দশমিক ২৭ ভাগ। অর্থাৎ গতবারের চেয়ে এবার ৫৭ হাজার ৯০ জন কম পাস করেছে।’

মন্ত্রী আরো বলেন, ‘গত বছর জিপিএ ৫ পেয়েছিল ৩৭ হাজার ৯৬৯ জন। এ বছর জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন। কমেছে আট হাজার ৭০৭ জন।’

নুরুল ইসলাম নাহিদ জানান, গত বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৩২টি। এবার সেই সংখ্যা ৪০০-তে নেমে এসেছে। অর্থাৎ শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৩২টি।

অন্যদিকে এ বছর ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যাটি ছিল ৭২টি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451