বাংলার প্রতিদিন ডটকম ঃ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত এই সমাবেশ শুরু হয়।
তবে জুমার নামাজের পর থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।
আজকের বিক্ষোভ সমাবেশের অনুমতির নিতে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যান। দুপুর ১টার দিকে ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।
এর আগে গত ১৫ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।
এর আগেও খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। কিন্তু নিরাপত্তার কথা বলে তখন বিএনপিকে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।
আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও সেলিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ প্রমুখ।