শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধঃ গাজীপুরের শ্রীপুর উপজেলায় মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমি বিদ্যালয়ের জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে এতে দুই জন অাহত হয়েছে। ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের তরমুজপাড়া এলাকায় এঘটনা ঘটে। এতে অাহত হয়েছে বীর মুক্তিযোদ্ধা অামির অালী (৬০), ও তার ছেলে হারুন অার রশিদ (৩৫)। মুক্তিযোদ্ধা অামির অালী বলেন,১৯৯৪ সালে স্কুলের নামে ৫৬ শতাংশ জমি অয়াকফে করে দলিল করে লিখে দিয়েছে মৃত ইয়াছিন অালীর ছেলে ফজলুল হক,মৃত জামাল উদ্দিনের ছেলে অজিন উল্লাহ্। ওই জমিতে সরকারি অনুদানে স্কুল ঘর নির্মাণ করা হয়েছে। কিন্তু জমির দাম বেড়ে যাওয়ায়,ফজলুল হকের ছেলে,রফিকুল,জামালের ছেলে অজিন উল্লাহ্,এবাদুল্লা, স্কুলের জমিতে ২১জুলায় শনিবার দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন,অামি বাঁধা দিতে গেলে, অামাকে অকৃত্ব ভাষায় গালাগাল শুরু করে,এর এক পর্যায় ফজলুল হক অামার মাথায় বাঁশের লাঠি দিয়ে পিটাতে শুরু করে,অামার ডাক চিৎকারে অামার বড় ছেলে হারুন অার রশিদ এগিয়ে অাসলে তাকেও বেধম মারপিট করে। পরে অামাদের ডাক চিৎকারে অাশেপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে শ্রীপুর উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছি। এবিষয়ে জামালে ছেলে এবাদুল্লাহ্ বলেন,অামার বাবা যে জমি স্কুলের নামে দান করেছে,সেই জমির পাশের জমিতে দোকান ঘর নির্মান করতেছিলাম,দোকান নির্মানকৃত জমি অামাদের কিনা সম্পদ,দানকৃত নয়,অামাদের কিনা জমিতে বাঁধা দিতে অাসলে কথা কাটা কাটি হয়েছে,কিন্তু কোনো প্রকার মারামারির ঘটনা ঘটেনি। অামার বাবা যে টুকু জমি স্কুলের নামে দান করেছে,সেই জমি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। শ্রীপুর থানার এস অাই মুনঞ্জুরুল হক বলেন,অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম,সরেজমিনে ঘটনাটি শোনেছি,জমি মাপামাপি হলে বলা যাবে স্কুলের জমি কোন পাশে,তবে স্কুলের জমিতে কেও কোনো ঘর নির্মাণ করতে পারবেনা,স্থানীয় ভাবে বসে সব ঠিক করে দেওয়ার নির্দেশ দিয়ে এসেছি।