ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ফুলবাড়িয়া
কৈয়ারচালা পূর্বপাড়া দখিলা মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের
ঘটনায় রবিবার রাতে ধর্ষক জাহিদুল ইসলাম (২০) কে গ্রেফতার
করেছে পুলিশ।
রবিবার রাতে এস,আই সাইদুর রহমান ও এস,আই সিরাজুল ইসলাম
উপজেলার ভবানীপুর এলাকায় ধর্ষকের নানার বাড়ি থেকে তাকে
গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ধর্ষক বিদ্যানন্দ ফাজিল মাদ্রাসা
থেকে এ বছর আলীম পাশ করেছে বলে পুলিশ জানিয়েছেন। ধর্ষক
জাহিদুল ইসলাম পলাশতলী গ্রামের জয়নাল উদ্দিনের পুত্র।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম বলেন,
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক মাদ্রাসা ছাত্র জাহিদুল
গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।