মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ধান বোঝাই মাহিন্দ্র ট্রাকটর আত্রাই অভিমুখে যাওয়ার পথে জাত আমরুল ব্রিজে উঠার
সময় ভ্যানকে থাকা যাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলে আসমা খাতুন (৩৫) মৃত্যু হয়।
নিহত আসমা খাতুন ঘোষপাড়া গ্রামের লালটুর স্ত্রী।
আহসানগঞ্জ হাট এলাকায় বুধবার সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
আত্রাই থানা অফিসার ইনচার্জ ওসি মোবারক হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আহসানগঞ্জ হাট
থেকে ধান বোঝাই টাকট্রার আত্রাই অভিমুখে যাওয়ার পথে জাত আমরুল ব্রিজে উঠার সময় রাস্তা খারাপের
কারণে ব্রিজে উঠতে না পারার পিছে ব্যাক করে ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে আসমা মৃত্যু হয়।
পরে ঘটনাস্থল হতে মাহিন্দ্র ট্রাকটরটি আটক করা হলেও ডাইভার পলাতক রয়েছে।
মো রুহুল আমীন