স্পোর্টস ডেস্কঃ
তীরে এসে তরী ডুবলো সফরকারীদের। শেষ পর্যন্ত জেতা ম্যাচ হেরেই গেল তারা। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩ রানে হেরে গেল টাইগাররা। রোমাঞ্চকর এ জয়ে সিরিজে ১-১ সমতা টানল ওয়েস্ট ইন্ডিজ। তীরে এসে তরী ডুবলো সফরকারীদের। শেষ পর্যন্ত জেতা ম্যাচ হেরেই গেল তারা। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩ রানে হেরে গেল টাইগাররা। রোমাঞ্চকর এ জয়ে সিরিজে ১-১ সমতা টানল ওয়েস্ট ইন্ডিজ।
সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি সাকিব (৫৬)। কিছুক্ষণ পরই নার্সকে অযাচিত শট খেলতে গিয়ে ফেরেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার ফিরলে দলের হাল ধরেন মুশফিক। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন মাহমুদুল্লাহ। ধীরে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন তারা। কিন্তু এক ভুল বোঝাবুঝিতেই তাদের প্রচেষ্টা হার মানে। দলীয় ২৩২ রানে রানআউটে কাটা পড়েন মাহমুদুল্লাহ (৩৯)।
শেষ ওভারে অর্থাৎ ছয় বলে দরকার ৮ রান। ক্রিজের স্ট্রাইকিং প্রান্তে মুশফিকুর রহিম, ওপ্রান্তে মোসাদ্দেক হোসেন। বোলার জ্যাসন হোল্ডার মিস্টার ডিপেন্ডেবলের উদ্দেশে ছুড়লেন ফুলটস বল। ফিরে এলো যেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের সেই দুঃসহ স্মৃতি। বল মুশফিক তুলে দিলেন সরাসরি ডিপ মিড উইকেটে দাঁড়ানো পলের হাতে।
দুর্দান্ত খেলতে থাকা সেট ব্যাটসম্যানের ইনিংসের পরিসমাপ্তি। ম্যাচের ফলটাও সেই ভারতের সঙ্গে ম্যাচটির মতো, সেবার ১ রানে হারলেও এবার তার চেয়ে দুই রান বেশি ব্যবধানে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় মাত্র তিন রানে হেরে গেলো বাংলাদেশ। একেবারে তীরে এসে তরী ডোবানো যাকে বলে, ঠিক যেন সেটিই ঘটলো বাংলাদেশের ইনিংসে।