স্পোর্টস ডেস্কঃ
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে আগামীকাল শনিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ বাংলাদেশ ও দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জয় পাওয়ায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রের বাসেটেরেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
সফরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের শুরু থেকেই অন্য এক বাংলাদেশকে দেখতে পারে ক্রিকেট বিশ্ব। ব্যাট-বল হাতে চৌকস নৈপুণ্য প্রদর্শন করে সিরিজের প্রথম ওয়ানডে ৪৮ রানে জিতে নেয় বাংলাদেশ। ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাঁকান তামিম ইকবাল। ৮ম সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ৯৭ রানে আউট হন সাকিব।
দ্বিতীয় ম্যাচেও জয়ের পথ তৈরি করে হারতে হয়েছে বাংলাদেশকে। মিডল-অর্ডার ব্যাটসম্যান শিমরোন হেটমায়ারের ৯৩ বলে ১২৫ রানের সুবাদে ২৭১ রানের লড়াকু স্কোর পায় ওয়েস্ট ইন্ডিজ। এই স্কোর তাড়া করে জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। শেষ ১৩ বলে দরকার ছিল ১৪ রানের। কিন্তু ৪৯তম ওভারের শেষ বলে সাব্বির ও ৫০তম ওভারের প্রথম বলে মুশফিক ফিরে গেলে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে যায় বাংলাদেশ। কারন শেষ পাঁচ বলে ৮ রান দরকার পড়ে টাইগারদের। শেষ পর্যন্ত ৩ রানে হারে সফরকারীরা।
দ্বিতীয় ওয়ানডে শেষে মাশরাফি বলেন, ‘এ ধরনের ম্যাচ হারা সত্যিই হতাশার। বারবার একই ভুল করছি আমরা। কিন্তু ভুল থেকে শিখতে পারছি না। সহজেই এ ম্যাচ শেষ করা উচিত ছিল আমাদের।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ৫টি ও বাংলাদেশ ২টিতে জিতেছে। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ক্যারিবীয়রা। ৩০ ম্যাচের মধ্যে ২০টি জিতে ওয়েস্ট ইন্ডিজ, ৮টিতে জয় পায় বাংলাদেশ। ২০১২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অবশ্য ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।
বাংলাদেশ দল(সম্ভাব্য) : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি ও আবু জায়েদ চৌধুরি রাহি।