মোঃ ফরহাদ হোসেন,স্টাফ রির্পোটার:
গাজীপুরের জয়দেবপুর থানায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি পরিবারের জায়গা দখল করে কোম্পাণীর মালামাল ও শ্রমিক চলাচলের রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি তাঁরা ওই পরিবারের মার্কেট বন্দ করার পায়তারা করছে।এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন এলাকাবাসী।
গত ২৯/০৫/২০১৮ ইং তারিখে তারা পরিবারের মার্কেটের মাঝ খানে ভেঙ্গে এই রাস্তা তৈরী করার ঘটনা ঘটায় এবং বর্তমানে এই রাস্তার দুই পাশে উচ্চতর দেয়াল র্নিমানের কাজ চলছে যাতে করে মার্কেট বন্ধ হওয়ার সম্ভাবনা সব চেয়ে বেশি।
এ ঘটনায় ওই দিন বিকেলে জি.এম.এস কম্পোজিট নিটিং ইন্ড্রাট্রিজ লিঃ এর উর্ধ্বতন কর্মকর্তা ও মালিক পক্ষকে বাদি করে থানায় একটি সাধারন ডায়েরী করেন। মালিক পক্ষ অধিকতর শক্তিশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পায়না বলে স্বীকার করেন ক্ষতিগ্রহস্থ দোকান মালিকরা।
ভুক্তভোগী বলেন, গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ৫৪৬ নং গবিন্দবাড়ী মৌজাস্থিত খতিয়ান নং-এস.এ-৬৮০, আর এস-৩৮, দাগ নং- এস.এ ২৭৭৪/২৮২০ আর.এস ১৬৩৬ মোট জমির পরিমান ০.৪৬ শতাংস ইহার কাতে ২৩ শতাংস এভং একই মৌজার এসএ-৬৩০ খতিয়ান ও আরএস-৫৪ নং খতিয়ানের এস,এ দাগ নং-২৭৭৪ আর,এস দাগ নং-১৬৩৯ হইতে ৬৭০ শতাংস জমি হইতে প্রাপ্ত জমির ০৫ শতাংস মোট জমির পরিমান ২৮ শতাংশ জমির আমি রের্কডীয় সূত্রে মালিক হইয়া ভোগ দখলে নিয়োজিত আছি। বর্তমানে জি.এম.এস কম্পোজিট নিটিং ইন্ড্রাট্রিজ লিঃ এর উর্ধ্বতন কর্মকর্তা ও মালিক পক্ষ তাদের প্রতিষ্ঠানের রাস্তা বের করার জন্য আমার জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে এক পর্যায়ে আমার মােের্কটের ভিতর দিয়ে রাস্তা তৈরী করে এবং বতমার্নে তারা আবার জোর পূর্বক করা রাস্তার দুই পাশে উচ্চতর দেয়াল নির্ণাম করছে যাতে করে আমার মার্কেট বন্ধ হওয়ার পথে এসেছে। এমন্তাবস্থায় আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
স্থানীয় সূত্রে জানা যায়, অপরিকল্পিত ভাবে গড়ে ওটা জি.এম.এস কম্পোজিট নিটিং ইন্ড্রাট্রিজ লিঃ শুধু জায়গা দখরল না, তারা ফ্যাক্টরীর জন্য কোন প্রকার ড্রেনেজ এর ব্যস্থা রাখে নি যার ফলে তাদের ক্যামিকেল মিশ্রিত পানি রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ক্যামিকেল মিশ্রিত পানি পারে লেগে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এলাকার জন সাধারণ। শুধু তাই নয় এই ক্যামিকেল মিশ্রিত পানি গিয়ে পরছে ধান চাষরত জমিতে। যার ফলে কৃষকরা বিশাল আকারের ক্ষয়-ক্ষতির মধ্যে পরতে যাচ্ছে।
জয়দেবপুর থানার উপ-পরির্দশক (এসআই) সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে আামাদের নিকট একটি সাধারণ ডায়েরী হয়েছিলো তার পরি-পেক্ষীতে আমরা ঘটনা স্থল পরিদর্শন শেষে কাজ বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছিলো। রাস্তার পাশে দেয়াল র্নিমানের বিষয়ে আমি কিছু জানি না।
এ বষিয়ে লখিতি অভযিোগ পলেে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হব।ে