মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বৃক্ষরোপন অভিযান এবং ফলদ ও বনজ বৃক্ষ মেলা-২০১৮
এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার বেলা ১টায় উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা
কেটে ৩ দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-
রানীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম।
আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপসহকারী কৃষি অফিসার আজাদ রহমানের
সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানাউল
ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৬(আত্রাই-
রানীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। বিশেষ অতিথির বক্তব্য
রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এম
কাওছার হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
মোবারক হোসেন, পাঁচুপর ইউপি চেয়ারম্যান আফছার প্রাং, উপজেলা
আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক
চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ছাত্রলীগ সভাপতি আব্দুল কুদ্দুস,
উপজেলা নার্সারী মালিক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন লিটন
নার্সারীর স্বত্তাধীকারী কাজী রুহুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রত্যেককে অতন্ত একটি করে বনজ, ফলদ
ও ভেষজ গাছের চারা রোপন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে
দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
অন্যান্য বক্তারা তেতুল গাছ, তালগাছসহ দেশীয় গাছ রোপনের জন্য সকলের
প্রতি আহবান। পাশাপাশি যেসব গাছ পরিবেশ বান্ধব ও উপকারী সেসব
গাছের চারা উৎপাদনের নার্সারী মালিকদের প্রতি আহবান জানানো
হয়।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানের প্রধান অতিথি অন্যান্য অতিথিদের
সাথে নিয়ে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং
শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন।
মোঃ রুহুল আমীন
আত্রাই প্রতিনিধি