মোঃ ফরহাদ হোসনে স্টাফ রিপোর্টারঃ
সাভারে চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হাসানের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের মামলা দায়ের করার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন কর্মসুচী পালন করেছে সাংবাদিকরা।
রবিবার দুপুরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন সাংবাদিকরা।
মানববন্ধনে এসময় সাভার,আশুলিয়া ও ধামরাইর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত কয়েক’শ সাংবাদিক অংশ গ্রহন করেন।
মানববন্ধন থেকে এসময় সাংবাদিকরা অবিলম্বে চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান ও মাদক ব্যবসায়ী আকলিমা আক্তার,আকাশ ও আসিফকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানান প্রশাসনের কাছে এছাড়া মামলা প্রত্যাহার না করলে সাংবাদিকরা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ।
স্থানীয়দের দাবি ওই নারী মাদক ব্যবসায়ী আকলিমা,আসিফ ও আকাশ কবিরপুর এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ও এলাকার যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে।
উল্লেখ্য গত কয়েকদিন আগে আশুলিয়ার কবিরপুর এলাকার শীর্ষ নারী মাদক ব্যবসায়ী আকলিমা আক্তারের বিরুদ্ধে মাদক ব্যবসার নিউজ প্রচার করেন সাংবাদিক জাকির হাসান। এর জের ধরে গত কয়েকদিন আগে জাকির হাসানের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন নারী মাদক ব
্যবসায়ী আকলিমা আক্তার।
স্বাগত বক্তব্য রাখনে, বাংলা টভিি ,আশুলয়িা প্রতনিধিি খন্দকার আলমগীর হোসনে নীরবসহ সাংবাদকি সমাজ।