অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রে ১০০ দিন পর অন্তর্বর্তী নির্বাচনে রায় দেবে দেশটির জনগণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দুই বছর শাসনামলের বিষয়ে জনগণের মুখোমুখি হতে যাচ্ছেন। খবর সিএনএন।ধারণা করা হচ্ছে, এই তিন মাস পরের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে ডেমোক্রেটরা।মার্কিন সিনেটের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্রেটদের দরকার হবে ২৩টি আসন। আর সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন হবে মাত্র দুটি আসন। তবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ডেমোক্রেটদের জন্যও সহজ হবে না।সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি সামগ্রিকভাবে বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের অর্থনীতির আকার বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ। ২০১৪ সালের পর এটিই সর্বোচ্চ।এদিকে ট্রাম্পের সমর্থনে দ্বিধা বিভক্ত রিপাবলিকান সিনেটররা; যা ট্রাম্পের জন্য দুঃসংবাদ। অনেকে ট্রাম্পের পক্ষে থাকলেও অনেকেই আবার ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। ট্রাম্প বিরোধীদের যুক্তি, বেশিরভাগ মার্কিনিদের কাছে অপছন্দনীয় ও বিতর্কিত তিনি।