টি.আই সানি,গাজীপুরঃ
মৌসুমী ব্যবসা গবাদীপশু মোটাতাজাকরণ, প্রতিবছর ঈদুল
আযহাকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন এলাকার
কয়েকহাজার প্রান্তিক কৃষক ও খামারী লাভজনক এ ব্যবসায়
নামেন। এবারও ঈদকে সামনে রেখে গবাদি পশুর শেষ মুহুর্তের
পরিচর্যায় ব্যস্ত রয়েছেন তাঁরা। স্থানীয় পশু সম্পদ অফিসের
সার্বিক তত্বাবধানে বিক্রির জন্য অপেক্ষমান এসব গবাদীপশু
বিক্রি থেকে লাভের অংক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে
আশা তাঁদের।
উপজেলা প্রাণীসম্পদ অফিসের তথ্যমতে, এবার শ্রীপুরের
বিভিন্ন এলাকায় পঁচিশ”৭৩জন প্রান্তিক কৃষক পরিবার
গরুমোটাতাজাকরণ প্রকল্পের আওতায় এসেছে। এর বাহিরেও
রয়েছে কয়েক”শ ছোট মাঝারী খামার। এসব খামারে জীবনমান
উন্নয়নের গবাদী পশুর সংখ্যা ২০হাজারের উপরে। যদিও শ্রীপুরে
কোরবানির পশুর চাহিদা রয়েছে ১৭হাজারের মত। তিন ও ছয়মাস
মেয়াদী মোটাতাজাকরণ প্রকল্পে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা
হয়েছে। এছাড়াও সরকারী উদ্যোগে এবারই প্রথমবারের মত
কৃষকদের বিনামূল্যে কাঁচাঘাস সরবরাহ করা হচ্ছে।
সার্বক্ষনিক উপজেলা প্রাণী সম্পদ অফিসের নজরদারী থাকায়
কোন কৃষক গবাদী পশুতে ক্ষতিকর কোন কিছু প্রয়োগ করতে
পারেনি। গবাদীপশুর বাজার ভালো থাকলে এসব পশু বিক্রির আয়
কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। যা গ্রামীণ অর্থনীতিতে
ব্যাপক অবদান রাখবে।
চাউবন গ্রামের হতদরিদ্র রিনা বেগম স্বামীকে হারিয়েছেন
সাত বছর হলো, স্বামীর সহায় সম্বল বলতে ছিল শুধু বাড়ীঘর। দুই
সন্তানের লেখাপড়ার খরচ যোগাতে হিমসিম খাওয়ার পর গত বছর
নিজের জমানো সাড়ে সতের হাজার টাকা দিয়ে একটি গরু
কিনেছিলেন। পাঁচ মাস যতœ করে গরুটি তিনি বিক্রি
করেছেন পয়ত্রিশ হাজার টাকায়। এবার তিনি দুইটি গরু
কিনেছেন, তাঁর আশা এবার লাভের অংক ত্রিশ হাজার টাকা
ছাড়িয়ে যাবে। এখন তাঁর আর কোন দুশ্চিন্তা নেই. অন্তত
মৌসুমী এই ব্যবসা তাকে দিশার সন্ধান দিয়েছে।
তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এমসি বাজার এলাকার আবু
সাইদ জানান,তিনি প্রথম প্রথম ইদের পাঁচ ছয় মাস আগে
বিভিন্ন বাজার ঘুরে দুর্বল স্বাস্থ্যের গবাদী পশু সংগ্রহ
করতেন, পরে বাড়িতে এনে বিশেষ ভাবে যতœ করে ঈদে বিক্রি
করতেন। এতে তাঁর ভালো লাভ হত। গত বছর তাঁর এ ব্যাবসায় লাভ
হয়েছিল প্রায় দশ লাখ টাকা। এবার আরো বড় পরিসরে স্থানীয়
একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে ৭০টি গরু মোটাতাজাকরণ
করছেন। এতে তাঁর আশা, খরচ বাদে লাভ হবে পনের লক্ষ টাকা। একই
কথা বলেন গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শাহাদান
হোসেনও।
বাউনি গ্রামের কফিল উদ্দিন জানান,গরু মোটাতাজাকরণ
একটি মৌসুমী ব্যবসা, স্থানীয় পশু অফিসের নির্দেশনায় অন্য
পেশার সাথে সাথে এটি করা যায় এতে বাড়তি আয় হয়। তিনি
এ বছর চারটি গরু মোটাতাজাকরণ করছেন। এর লাভ দিয়ে
তিনি এবার থাকার ঘর পাকা করবেন।
নানাইয়া গ্রামের ফজলুল হকের মতে,তাঁরা গবাদী পশুকে কোন
ক্ষতিকর কোন কিছু খেতে দেন না। দেশীয় খাবারের সাথে পশু
কর্মকর্তার পরামর্শ মতে নানা ধরনের ভিটামিন প্রয়োগ করেন।
এতে অল্প দিনেই পশুর চেহারায় পরিবর্তন হয় দামও বেড়ে যায়
দ্বিগুণ। তিনি গত সাত বছর ধরে গরু মোটাতাজাকরণ করছেন।
এতে তাঁর পরিবারের সার্বিক জীবন মান উন্নত হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল জলিল জানান,বর্তমান
সরকারের নানামুখী প্রচেষ্টায় ইতিমধ্যেই আমরা মাংসে
স্বয়ংসম্পূর্ণতা পেয়েছি। তবে প্রতিবছর কোরবানির ঈদে
আমাদের গবাদী পশুর চাহিদার কথা বিবেচনা করে কৃষকদের গরু
মোটাতাজাকরণে উৎসাহ দিয়ে থাকি। কোন কৃষক বা খামারী
যাতে গবাদী পশুতে ক্ষতিকর কোন কিছু প্রয়োগ করতে না পারে
তার জন্য উপজেলা প্রাণী সম্পদ অফিস মোটাতাজাকরণে
সার্বক্ষনিক নজরদারী করে থাকে। এবারও উপজেলায় বিশ হাজারের
উপর গবাদী পশু বিক্রির উপযোগী করে গড়ে তোলা হয়েছে যা
থেকে লাভের অংক কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করা
হচ্ছে এতে গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে।