বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে।আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য তিনি এই সব কমিটি অনুমোদন করেন। সভানেত্রীর পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছে মো. রেজানুল হক চৌধুরী শোভনকে। সাধারণ সম্পাদক করা হয়েছে গোলাম রাব্বানীকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে সাদ্দাম হোসাইনকে, সাধারণ সম্পাদক করা হয়েছে সঞ্জিত চন্দ্র দাসকে।ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মো. ইব্রাহিমকে, সাধারণ সম্পাদক করা হয়েছে সাইদুর রহমান হৃদয়কে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মেহেদী হাসানকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো. জোবায়ের আহমেদকে।কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতাই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।