রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সময় বাড়ল আরও ৬০ দিন স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রই সফল হবে না : তারেক রহমান নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত তালায় ফুলকুঁড়ি আসরের সূবর্ণ জয়ন্তী পালিত পাঁচবিবিতে কৃত্রিম সংকট ও সিন্ডিকেটে বাড়ছে বীজ আলুর দাম নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীতে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার বগুড়ায় আইন কর্মকর্তা নিয়োগ বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জন অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা

‘ওয়েস্ট ইন্ডিজই বেশি চাপে থাকবে শেষ ম্যাচে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ২৮০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

বাংলাদেশের ১২ রানে জয় পাওয়ায় মুখ্য ভূমিকা রেখেছেন ড্যাশিং ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। ৪৪ বলে ৭৪ রানের এক অনবদ্য ইনিংস খেলা এই ব্যাটসম্যান মনে করেন যে, তিন ম্যাচ সিরিজের আঘোষিত ফাইনাল শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ওপরই চাপ বেশি থাকবে।

৩৮ বলে ৬০ রান করা সাকিব আল হাসানের সঙ্গে ৪৮ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৯০ রানের এক দুর্দান্ত জুটি গড়ে তোলেন তামিম ইকবাল। নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান ও সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে লক্ষ্য থেকে মাত্র ১২ রান দূরে থাকতেই ২০ ওভার শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস। ফলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় ফেরাতে সমর্থ হয় বাংলাদেশ।

ম্যাচ শেষে তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই চাপ এখন তাদের ওপরে। আমরা যেভাবে ওয়ানডে সিরিজ শেষ করেছিলাম সেভাবে হয়তো আমরা প্রথম টি-টোয়েন্টি খেলতে পারিনি। কিন্তু আমরা সবসময় ফিরে আসার সামর্থ্য রাখি।’

টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু তামিম এই বিজয়ীদের হারানোর মতো যোগ্যতা বাংলাদেশের আছে বলে বিশ্বাস করেন। তিনি বলেন, ‘তাঁরা নিঃসন্দেহে টি-টোয়েন্টি খেলুড়ে সেরা দেশগুলোর একটি। কিন্তু আমাদের যে কোনো দলকে হারানোর মতো সামর্থ্য আছে এবং এই জয়ের পর আমরা আত্মবিশ্বাসী।’

তবে তামিম হালকাভাবে দেখছেন না প্রতিপক্ষকে এবং তিনি জানেন আবারও শুরু থেকে খেলতে হবে বাংলাদেশকে। এই ব্যাপারে তিনি বলেন, ‘আমরা এই ম্যাচ জিতেছি বলেই যে পরের ম্যাচ সহজেই জিতব এমন নয়। সফল হতে হলে আমাদের আবার সবকিছু গুছিয়ে শুরু করতে হবে। ভালো একটা ইনিংস শুরু করে খেলার ছন্দ ধরে রাখতে হবে।’

এই বাঁহাতি ব্যাটসম্যান জানান, তিনি প্রথম টি-টোয়েন্টি থেকে শিক্ষা নিয়ে খেলার ধরন পরিবর্তন করেছেন। একা হাতে বাংলাদেশকে জেতানো এই ব্যাটসম্যান প্রথম টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হন। তিনি হাত খুলে খেলার আগে শট বিবেচনা করে খেলেছেন এবং এর ফলে আন্দ্রে রাসেলের করা ১৬তম ওভারে তামিমের ব্যাট থেকে ২২ রান আসে। শেষ দিকে তামিম বলেন, ‘আমি প্রথম ম্যাচে সুযোগ কাজে লাগাতে পারিনি। আজ ধীরে খেলেছি এবং মাঝে নিজের মতো সময় নিয়ে পরে হাত খুলে খেলেছি। আমি উপযুক্ত সময়ে নিজের মতো খেলার সুযোগ পেয়েছি। সাকিব অসাধারণ খেলেছে। আমাদের শুরুটা খারাপ ছিল কিন্তু সে আমার চাপ কমিয়েছে। এটি আমার এই পিচে প্রথম খেলা এবং আমার পিচটি পছন্দ হয়েছে। আপনি রান পেলে পিচকে অবশ্যই পছন্দ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451