আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের পার্বতীপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের
সংঘর্ষের ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে
জানা যায়, প্রায় ৩শ একর জমি নিয়ে একই পরিবারের আকতারুজ্জামান ও
ওয়াদুদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ, মামলা মোকদ্দমা চলে আসছে। পূর্ব
শত্রুতার জের ধরে শক্তি প্রদর্শনের উদেশ্যে উভয় পক্ষের কয়েক শত লোক স্থানীয়
ফুলের ঘাট বাজারে রবিবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় জড়ো হয়ে
সংঘর্ষে লিপ্ত হলে বেশ কয়েকজন আহত হয়। এতে আলামিন (৪০) নামে এক
যুবক গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই মারা
যায়। সে উপজেলার হাবড়া ইউনিয়নের শংঙ্করপুর গ্রামে ডা. শাখাওয়াত
হোসেনের ছেলে। এসময় মোঃ মঞ্জুরল (৩২) নামে একজন গুরুতর আহত হওয়ায়
সে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পার্বতীপুর মডেল থানার
অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান।