মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আবুল ইসলাম নামে (৩২) এক ভুয়া পুলিশ এস আই গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্রে: যানা যায় মৌলভীবাজারের একটি চুরি হয়ে যাওয়া ইজি বাইক উদ্ধার করে দিবে বলে গ্রেফতার কৃত আসামী আবুল ইসলাম (৩২), পিতা: মৃত: আ: কাদির, সাং মদনপুর, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।
নিজেকে, মৌলভীবাজার থানার এসআই পরিচয় দিয়ে অন্ত কুর্মী এর নিকট ৫ হাজার টাকা দাবী করিয়া ১৮০০ টাকা নেয়।
রবিবার (৫ আগষ্ট) দুপুর ০৩:৩০ মিনিটের সময় শাপলা মার্কেটের সম্মুখে এসে বাকি ৩২০০ টাকা নিতে আসে, অন্ত কুর্মী তার ইজি বইক কোথায় জিজ্ঞেস করলে সে বলে শাহজিবাজার থানায় আছে বলে জানায়, শাহজিবাজার নামে কোন থানা না থাকায় তাহাকে ভুয়া এসআই সন্দেহ হলে, শ্রীমঙ্গল থানায় সংবাদ দিলে এসআই মো: রফিকুল ইসলাম সংগীয় ফোর্স সহ আবুল ইসলাম কে হেফাজতে নেয়, মৌলভীবাজার সদর থানায় আবুল ইসলাম নামে কোন এসআই না থাকায় জিজ্ঞাসাবাদে সে ভুয়া এসআই বলিয়া স্বীকার করে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান গ্রেফতারকৃত আবুল ইসলাম ভুয়া এসআই পরিচয় দেওয়ায় তাহার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।