নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী
নির্মানধীন ব্রীজ সংলগ্ন নদী থেকে অজ্ঞাত এক মহিলার গলিত লাশ উদ্ধার
করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় ওই মহিলার লাশটি উদ্ধার করা হয়। বৌলতলী
তদন্ত কেন্দ্রের আফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৌলতলী নির্মানধীন ব্রীজ
সংলগ্ন নদীতে এলাকাবাসী লাশটি নদীতে নির্মানধীন ব্রীজে আটকে
থাকা কচুরীপানার সাথে দেখতে পায়। এ সময় এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে খবর পেয়ে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত মহিলার
পরনে একটি সাড়িও হাতে শাখা রয়েছে।
বৌলতলী তদন্ত কেন্দ্রের আফিসার ইনচাজ সাজিদুর রহমান বলেন, লাশ উদ্ধারের
পর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়না তদন্ত করে আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।